শেরপুরের শ্রীবর্দী উপজেলার বালিজুড়ি রেঞ্জের আওতায় গতকাল বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে বড় মাপের দুইটি অবৈধ করাত কল জব্দ ও একজনকে সতর্ক করা হয়। তবে পালিয়ে গেছে অবৈধ করাত কলের অন্তত ১০ জন মালিক।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীবর্দী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শেরপুর বনবিভাগ।
জানা গেছে, জব্দকৃত অবৈধ করাত কলের মালিকদের মধ্যে আছেন ভায়ডাঙ্গা গ্রামের সহিদুল্লার ও রানীশিমুল গ্রামের সায়েম। এসব করাত কল দীর্ঘদিন ধরে সরকারি অনুমতি ছাড়া অবৈধভাবে চলে আসছে। তবে ওই এলাকায় আরও বেশ কিছু করাত কল বনের গাছ চোরদের সাথে মিলে কাঠ বেচা-কেনার সাথে জড়িত বলে জানিয়েছে স্থানীয়রা।
রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম জানান, বন বিভাগের লোকজন অবৈধ করাত কল উচ্ছেদ করতে চাইলে মালিকরা নির্যাতন করেন।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার বলেন, অনেকেই পালিয়েছে তবে অবৈধ করাত কল সবগুলোই উচ্ছেদ করা হবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি আতাউর রহমান, পুলিশ উপ-পরিদর্শক নাজমুল হাসানসহ বন বিভাগের কর্মকর্তারা।
বিডি প্রতিদিন / অন্তরা কবির