আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেশ বিরোধী শক্তি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুখতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মীকে সদা প্রস্তুত থাকতে হবে।
তিনি চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন।
বৃহস্পতিবার বেলা ১২টায় চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হক।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এমপি, পারভীন জামান কল্পনা, অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আজগার টগর এমপি প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম