'মুজিববর্ষে শপথ করি দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি' এই স্লোগানে নেত্রকোনায় ফায়ার সার্ভিস ও ফায়ার ডিফেন্স সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের অজহর রোডের ফায়ার স্টেশন কার্যালয়ে অপারেশনাল সাজ-সরঞ্জামাদি প্রদর্শনী, মহড়াসহ আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী ও পৌর মেয়র নজরুল ইসলাম খান এ ফায়ার সপ্তাহের উদ্বোধন করেন।
এসময় অগ্নি নির্বাপন, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রদর্শনী রাখা হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করা হয়। পরে স্টেশন চত্বরে অতিথিরা বৃক্ষরোপণ করেন।
ফায়ার ষ্টেশনের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, পৌর মেয়র নজরুল ইসলাম খান।
বিডি প্রতিদিন / অন্তরা কবির