"মুজিববর্ষে শপথ করি, দুর্যোগ জীবন-সম্পদ রক্ষা করি" স্লোগানে পটুয়াখালীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। আজ সকালে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা ও বিভাগীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, পৌরসভার মেয়রের প্রতিনিধি কাউন্সিলর দেলোয়ার আকন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহমেদসহ সংশ্লিষ্টরা।
পরে ফায়ার সার্ভিসের সাঁজোয়া যানবাহন নিয়ে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ একই স্থানে গিয়ে শেষ হয়।
আগামী ৬ নভেম্বর পর্যন্ত চলবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। এসময় জনসচেতনতায় বিভিন্ন কর্মসূচি পালন করবে সংস্থাটি।
বিডি প্রতিদিন/এএম