সিলেটের বিশ্বনাথে আরশ আলী (৪৫) নামে এক গরু ব্যাপারীর লাশ ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার খাইয়াখাইড় গ্রামের মৃত আখলুছ আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সদর ইউনিয়নের পূর্ব মন্ডল কাপন গ্রামের মতিন মিয়ার বাড়ির প্রবেশ মুখের গেইটের সাথে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
আরশ আলীর শ্যালক দতা গ্রামের ময়নুল ইসলাম জানান, বোনের সাথে তাদের বাড়িতেই বসবাস করতেন আরশ আলী। তিনি গবাদি পশু পালন ও কেনাবেচাই ছিল তার পেশা। গেল বুধবার (৩ নভেম্বর) দুপুরে সদরের পশুর হাটের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। রাত ১১টায় সর্বশেষ তার সাথে যোগাযোগ হলে তিনি সদরেই আছেন বলে জানান।
পরে রাতে বাড়ি না ফেরায় কল দিলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এদিকে আজ ভোরে পূর্ব মন্ডল কাপন গ্রামের মতিন মিয়ার বাড়ির গেইটে আরশ আলীর ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয় লোকজন।
এ ব্যাপারে বিশ্বনাথ পুলিশ স্টেশনের পুলিশ পরিদর্শক (তদন্ত) রামা প্রসাদ চক্রবর্তী ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনার রহস্য বের করতে মাঠে নেমেছে পুলিশ।
বিডি প্রতিদিন/আবু জাফর