রাঙামাটির তবলছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে গেছে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরের তবলছড়ি ওয়াবদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস বলছে, রান্না ঘরের চুলা থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শহরের তবলছড়ি ওয়াবদা কলোনি এলাকায় একটি ঘর থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। মুহূর্তেই আশপাশের বাড়ি-ঘরে ছড়িয়ে পরে আগুন। স্থানীয়রা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে খবর দেওয়া হয় রাঙামাটি ফায়ার সার্ভিসকে। পরে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এর আগে প্রায় ৮টি বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
রাঙামাটি পৌরসভার সাবেক কাউন্সিলর মো. মিজানুর রহমান বাবু জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার বিষয়ে জেলা প্রশাসনসহ পৌরসভাকে জানানো হয়েছে। স্থানীয় কিছু মানুষের সহায়তায় ক্ষতিগ্রস্তদের খাবারের ব্যবস্থা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই