তৃতীয় ধাপে ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। গত ২ নভেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল। এ নির্বাচনে গত ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫ নৌকার মাঝি এবার দলের কাছে মনোনয়ন না চেয়ে হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ২০১৬ সালে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ শাহিন আলম সাহাবুর। এবারের নির্বাচনে তিনি দলের কাছে মনোনয়ন চাননি। তবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। একই ভাবে মানিকদহ ইউনিয়নের গত নির্বাচনের নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলম দলের কাছে মনোনয়ন না চেয়ে এবার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
হামিরদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মো. ফারুক হোসেন গত নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করলেও এবার দলের কাছে মনোনয়ন না চেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
গত নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ঘারুয়া ইউনিয়নের সফিউদ্দিন মোল্লা ও আজিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোতালেব মাতুব্বর। এবার তারাও দলের কাছে মনোনয়ন চাননি। হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
বিডি প্রতিদিন/হিমেল