বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল একটি সুখী-সমৃদ্ধ-স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য বঙ্গবন্ধু গণমুখী সমবায় আন্দোলনের ডাক দিয়েছিলেন। সরকার সমবায়ের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
তিনি শনিবার সকাল সাড়ে ১০ টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ এবং সমবায়ীদের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিনুল ইসলাম ডাবলু। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মাসুদ পারভেজ, সদর উপজেলা সমবায় কর্মকর্তা আতিকুর রহমান, সমবায় সমিতির প্রতিনিধি নুরুন্নবী, জাহাঙ্গীর হোসেন, রেহেনা আক্তার, হামিদুল হক তোতা প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম