শরীয়তপুরের নড়িয়ায় ঘড়িশার বাজারের কাঠপট্রি এলাকায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফানির্চার ও কাঠের ১৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আসেপাশের আরো ৭টি দোকানের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে ঘড়িশার বাজারের কাঠপট্রি এলাকায় আগুন ধরে। আগুন লেগেছে দেখে পাহাড়াদার ডাকচিৎকার করে। পরে মসজিদের মাইক থেকে ঘোষণা দিলে দোকানদার ও এলাকাবাসী ছুটে আসে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনা স্থালে এসে ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বাজারের নাইট গার্ড বলেন, রাতে আমরা কয়েকজন বাজারের বিভিন্ন জায়গায় পাহাড়া দেই। রাত ৩ দিকে হঠাৎ পোড়া গন্ধ আসে। আমরা চারদিকে খোঁজ নেই। পরে দেখি ছাত্তার ও খালেক এর দোকানে আগুন জ্বলছে। আমরা দৌড়ে মাসজিদের মাইকে ঘোষণা দেই পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনি।
দোকানদার আবুল হোসেন বলেন, ধারদেনা করে আমি এই দোকানটি দাঁড় করাইছি। আমার দোকান ৪ টা মেশিন ছিল। আমি আসার পর চারটা কাঠ বের করতে পেড়েছি। সব শেষ হয়ে গেছে। আমি এখন পথের ফকির হয়ে গেলাম।
শরীয়তপুর থেকে ফায়ার সার্ভিস এর ফায়ার ফাইটার হারুন অর রসিদ বলেন, রাতে ঘড়িসার বাজারে আগুনের খবর পেয়ে আমরা ছুটে যাই। সেখানে ২০ দোকারের মত আগুনে পুরে যায়, যার মধ্যে ১৫ টি বেশি ক্ষয়ক্ষতি হয়।
বিডি প্রতিদিন/হিমেল