শিকারির ফাঁদ থেকে উদ্ধার হওয়া রক্তাক্ত একটি বক পাখিকে সুস্থ করে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে। শনিবার বিকেলে চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলার চলনবিল থেকে ওই বক পাখিকে উদ্ধার করা হয়। পরে লোহার ফাঁদ থেকে পাখিটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুক্ত আকাশে অবমুক্ত করেছেন নাজমুল হাসান ও মেহেদী হাসান তানিম।
পাখি শিকারি কিশোর হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাছাড়াও ওই শিকারি কিশোর দাবি, তিনি এই প্রথম পাখি শিকার করতে এসেছিলেন। আর কখনও পাখি শিকার করবে না বলেও ওই কিশোর জানিয়েছেন।
নাজমুল হাসান জানান, জীববৈচিত্র রক্ষায় পাখি শিকার বন্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে চলনবিল অধ্যুষিত এলাকাগুলোতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম