নোয়াখালীর সেনবাগ পৌর জামাতের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিমকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত মো. আনোয়ারুল আজিম ওরফে সোহেল (৩৫) সেনবাগ পৌরসভার কাদরা এলাকার মো. ইলিয়াছের ছেলে।
শনিবার দুপুরে সেনবাগ পৌরসভার কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী এসব তথ্য নিশ্চিত করেন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এএম