চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় জসিম উদ্দীন (২২) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত জসিম উদ্দীন হচ্ছে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকার পুটু আলীর ছেলে।
রবিবার বিকেলে সোনামসজিদ বিজিবি ক্যাম্পের সামনে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে রাস্তা পার হচ্ছিল জসিম উদ্দীন। এ সময় সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান জসিম উদ্দীন।
শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানটি আটক করতে জেলার পুলিশ সদস্যদের ম্যাসেজ দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম