পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর সারাদেশের মতো নাটোরেও চলাচল শুরু করেছে যানবাহন। সোমবার সকাল থেকে বাস, ট্রাক ও পণ্যবাহী যান চলাচল করতে দেখা গেছে। তবে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। এতে স্বল্প আয়ের মানুষরা পড়েছে বিপাকে। সরকার জ্বালানি তেলের দাম না কমিয়ে ভাড়া বৃদ্ধি করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
ঢাকাগামী কোচের ভাড়া সম্পর্কে কাউন্টার মাস্টার জানান, তাদেরকে ঢাকা থেকে ম্যাসেজ দিয়ে প্রতি সিটে পূর্বে যেখানে ৪শ টাকা নেওয়া হতো সেখানে এখন ৫শ টাকা নিতে বলা হয়েছে। সে হিসেবে তারা ঢাকা কোচের প্রতি সিটের ভাড়া ৫শ টাকা করে নিচ্ছেন।
এদিকে যাত্রীরা বলছেন, সরকার তেলের দাম না কমিয়ে গাড়ির ভাড়া বৃদ্ধি করেছে। এতে সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে। সব জিনিসের বাজার মূল্য বৃদ্ধির সাথে সাথে গাড়ি ভাড়াও বৃদ্ধি করায় যাত্রীদের বিপাকে পড়তে হচ্ছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ