বিকল্প জীবিকায়নে পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষুদ্র ব্যবসার সহায়তায় ৬টি রাখাইন পরিবারকে হস্তশিল্পের উপকরণ বিতরণ করা হয়েছে। এছাড়াও ১৯৮ নারীদের মাঝে খাঁকি ক্যাম্বেল-হাঁস বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা 'ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ' হতদরিদ্র নারীদের মাঝে আজ মঙ্গলবার বেলা এগারোটায় এ সহায়তা প্রদান করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। এসময় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ'র উপজেলা প্রোগ্রাম ম্যানেজার সিলভেষ্টার মাইকেল মধু, সহকারি প্রোগ্রাম ম্যানেজার জেমস রাজীব বিশ্বাস, মনিটরিং কর্মকর্তা পায়েল চন্দ্র দাসসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির