করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে শুরু হয়েছে কমিউনিটি ক্লিানিক ভিত্তিক গণটিকাদান কার্যক্রম। ওই কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ভালুকা উপজেলার বিভিন্ন কেন্দ্রে গিয়ে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। টিকা নিতে কয়েক ঘণ্টা পর্যন্ত লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেককেই। ভালুকা উপজেলার ১১টি ইউনিয়নে সিনোফার্মের প্রথম ডোজ টিকা মঙ্গলবার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত ১১ হাজার টিকা দেওয়া হয়েছে ।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় লোহাবৈ এ এইচ সরকার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, গ্রামের নারী পুরুষ সকালেই সারিবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়ে টিকা নেওয়ার জন্য অপেক্ষা করছে। ওই কেন্দ্রে স্বাস্থ্য সহকারীরা টিকা দিতে হিমশিম খাচ্ছে। স্বতঃস্ফূর্তভাবে গ্রামের মানুষ টিকা নিতে আসছে। স্বাস্থ্য সহকারী রফিকুল ইসলাম হিরনের নেতৃত্বে ওই কেন্দ্রে টিকাদান কর্মসূচি পরিচালিত হয়। উপজেলার প্রত্যেকটি কেন্দ্রেই পুরুষের চেয়ে নারীর উপস্থিতি ছিলো বেশী। মেদুয়ারী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন সরকার এ কেন্দ্রের টিকার কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আতিকুর রহমান খান উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজ আরা বেগম বলেন, মঙ্গলবার গোটা উপজেলায় সিনোফার্মের প্রথম ডোজের ১১ হাজার টিকা দেওয়া হয়েছে। কেন্দ্র গুলোতে সাধারণ মানুষ সুন্দর পরিবেশে টিকা নিয়েছে।
বিডি প্রতিদিন/এএ