ময়মনসিংহের বালুভর্তি ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে দাঁড়িয়েছে চার জনে। ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুরে আজ বুধবার সকাল পৌনে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে বালিপাড়া যাবার পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে সাত্তার ও বাউপুর গ্রামের কলিমউদ্দিন মৃত্যুবরণ করেন। বাকি দুইজন নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের ত্রিশাল স্টেশন অফিসার রিয়াজুদ্দিন জানান, উদ্ধারকাজ শেষে নিহতদের লাশ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির