নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাবির হোসেন কাঙ্গালের আনারস প্রতীকের এজেন্ট হওয়ায় লাল চাঁন (৬০) নামে এক বৃদ্ধ কৃষককে মারপিট করে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের কর্মীরা। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে বড়বড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। কৃষক লাল চাঁন ওই এলাকার মৃত মোজাম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাবির হোসেন কাঙ্গালের আনারস প্রতীকের এজেন্ট হওয়ায় লাল চাঁনকে ২০/২৫ জন তরুণ লাঠিসোটা ও হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক হাসপাতালে ভর্তি করে।
আহত লাল চাঁন জানান, আমি এশার নামাজ শেষে জমির কাজের জন্য কামলা ঠিক করতে স্থানীয় বাজারে যাই। এ সময় স্থানীয় তরুণ সুজন, হাফিজ, জাভেদ, হাফিজুলের নেতৃত্বে ২০/২৫ জন ছেলে লাঠিসোটা ও দা হাঁসুয়া নিয়ে মিছিল করতে বাজার অতিক্রম করছিল। মিছিলে শ্লোগান ছিল ‘দুই একটা করে বিএনপি জামাত ধর, ধইরা ধইরা জবাই কর। মিছিলের পিছনে থাকা কয়েকজন আমাকে আনারস প্রতীকের এজেন্ট হয়েছিস বলে বেধড়ক মারপিট করে ফেলে চলে যায়।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাবির হোসেন কাঙ্গালের আনারস প্রতীকের বরবরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তাকে এজেন্ট করা হয়। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাবির হোসেন কাঙ্গাল বলেন, নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকরা আমার আনারসের এজেন্টদের হুমকি দিচ্ছে। কেন্দ্রে যেতে নিষেধ করছে।
এ ব্যাপারে কথা বলার জন্য নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলতাব হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। নাটোর থানার ওসি মনসুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা আহত এজেন্টকে অভিযোগ দিতে বলেছি। এ ঘটনায় অভিযান চলছে। তবে এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে।
বিডি প্রতিদিন/আবু জাফর