ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেলে যাওয়া পিকআপ তল্লাশি করে আজ বুধবার সকাল ১১ টায় ৩৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে। কাঁচপুর হাইওয়ে থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) সাজ্জাদ করম খানের নেতৃত্বে মহাসড়কের ত্রিপর্দী এলাকায় এ ফেন্সিডিল উদ্বার করে।
ঢাকাগামী একটি পিকআপকে থামানোর নির্দেশ দিলে পিকআপের চালক পুলিশের উপস্থিতি দেখে পিকআপ ফেলে রেখে পালিয়ে যায়। পরে পিকাআপে তল্লাশি চালিয়ে ৩৬৯ বোতল ফেন্সিডিল উদ্বার করে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।
হাইওয়ে পুলিশের কাঁচপুর থানার ওসি মো. সাজ্জাদ করিম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ত্রিপর্দী এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। পরে হাইওয়ে পুলিশের সদস্যরা মাদক বহনকারী পিকআপটি থামানোর জন্য সংকেত দিলে পিকআপ চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় পুলিশ পিকআপে তল্লাশি চালিয়ে ৩৬৯ ফেন্সিডিল উদ্বার করে ৷ এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ৷
বিডি প্রতিদিন / অন্তরা কবির