ফেনীর সোনাগাজী থেকে জেলা মহিলা জামায়াতের নারী সম্পাদক শাহিদা আক্তারসহ ৮ কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সোনাগাজী পৌর শহরের চরচান্দিয়া জামায়াতের সুরা সদস্য কালিম উল্ল্যাহর বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক নারীরা হলেন জাহানারা বেগম, লুৎফুন নাহার, আমিনা বেগম, শাহিদা আক্তার, শাহানাজ আক্তার, জাকিয়া আক্তার, রাবেয়া আক্তার ও কুসুম আক্তার।
বুধবার দুপরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুলাহ আল মামুন বলেন, গোপনে একটি সংঘবদ্ধ নারী দল বৈঠক করছে- এমন খবর পেয়ে মহিলা জামায়াতের ৮ নেত্রী ও কর্মীকে আটক করা হয়। তারা সাাম্প্রতি ঘটে যাওয়া দাঙ্গাকে উস্কে দিতে ও রাষ্ট্র বিরোধী কর্মকান্ড ধারাবাহিকভাবে ধরে রাখতে বৈঠকে একত্রিত হয়েছিল বলে তিনি জানান।
আটকের সময় তাদের কাছ থেকে জিহাদি ও সরকার বিরোধী প্রচারণার বই, রোকনদের তালিকা, কর্মপরিকল্পনার তালিকা, চাঁদা আদায়ের বই, নগদ আদায়কৃত চাঁদাসহ ব্যবহৃত এ্যান্ড্রোয়েড মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনাকারী হিসেবে মামলা দিয়ে বুধবার আদালত প্রেরণ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিবিআই পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন রবিউল হক, সদর সার্কেল থয়াই মার্মা, সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল