খাগড়াছড়িতে নানা আয়োজনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার খাগড়াছড়ির দীঘিনালা লারমা স্কয়ারে এমএন লারমার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। শ্রদ্ধাঞ্জলী শেষে শোকর্যালি বের করা হয়।
এছাড়া সন্ধ্যায় মানবেন্দ্র নারায়ণ লারমাসহ আত্মনিয়ন্ত্রণ অধিকার আদায়ের সংগ্রামে শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উড়ানো হবে।
উল্লেখ্য, ১৯৮৩ সালে ১০ নভেম্বর খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় তৎকালীন শান্তিবাহিনীর প্রতিপক্ষের হামলায় নিহত হোন মানবেন্দ্র নারায়ণ লারমা।
বিডি প্রতিদিন/হিমেল