নোয়াখালীর বেগমগঞ্জের ১৪ ইউনিয়নে ভোট গ্রহণের জন্য বুধবার সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। এছাড়া নির্বাচনী দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে ১ হাজার ৯১ জন পুলিশ, ২ হাজার ২৪৪ জন আনসার, ৭ প্লাটুন বিজিবি, ৭ প্লাটুন র্যাব, ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই