দ্বিতীয়ধাপে বরিশাল জেলার ৩টি উপজেলার ১২টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। এ লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বুধবার সকালে স্ব-স্ব উপজেলা নির্বাচন কার্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়ছে নির্বাচনী সরঞ্জাম। প্রিজাইডিং কর্মকর্তাদের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরঞ্জামাদী নিয়ে কেন্দ্রে যান। সুষ্ঠু-সুন্দর ভোটের যাবতীয় ব্যবস্থা গ্রহন করার কথা জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং রেঞ্জ ডিআইজি।
বরিশাল জেলার সদর উপজেলার ৬টি, আগৈলঝাড়ায় ৫টি এবং বানারীপাড়া উপজেলায় ১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। তবে এর মধ্যে আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে ওইসব ইউনিয়নে সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে ভোট গ্রহণ করা হবে।
জেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪৭ জন, সাধারণ সদস্য প্রার্থী ৪১০ জন এবং সংরক্ষিত সদস্য প্রার্থী ১৩১ জন। ১২টি ইউনিয়নের ১১৪টি কেন্দ্রের ৬৯৮টি কক্ষে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। ১২ ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৫৭ হাজার ৯ শ’ ২২ জন। এর মধ্যে ১ লাখ ৩১ হাজার ২৬৪ জন পুরুষ এবং ১ লাখ ২৬ হাজার ৬৫৮ জন নারী ভোটার।
বুধবার সকাল ১১টার পর স্ব-স্ব উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে স্বচ্ছ ব্যালট বক্স, ব্যালট পেপার এবং অমোচনীয় কালীসহ মোট ২২ ধরনের সরঞ্জাম সংশ্লিস্ট প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হয়। এরপর সংশ্লিষ্ট কেন্দ্রের পুলিশ ও আনসার সদস্যদের পাহাড়ায় নির্বাচনী সরঞ্জামগুলো কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সকাল ৮টায় ভোট শুরু হয়ে বিরামহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন জানান, সুষ্ঠু সুন্দরভাবে ভোট গ্রহনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে ২২ জন পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া প্রতিটি উপজেলায় ৩ প্লাটুন বিজিবি, র্যাবের ২টি টহল দল, স্ট্রাইকিং ফোর্স, একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৩জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
সুষ্ঠু-সুন্দর পরিবেশে ভোট গ্রহনে পুলিশ দৃঢ় প্রতীজ্ঞ বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান। তিনি বলেন, পুলিশ নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি করবে যাতে ভোটাররা নির্বিঘ্নে পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারে। সুষ্ঠু ভোটে পুলিশ আপোসহীন থাকবে। কোন ব্যতয় সহ্য করবেন না বলে কঠোর হুশিয়ারী দেন তিনি।
বিডি প্রতিদিন/এএ