তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৮ ইউনিয়নের ইউপি নির্বাচনে প্রার্থী প্রত্যাহারের সর্বশেষ দিন ছিল বৃহস্পতিবার।
আওয়ামী লীগের ৩ জন বিদ্রোহী প্রার্থীসহ ৬ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা দলিল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন আমজানখোর ইউপির উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম এস সাদেক, দুওসুও ইউপি'র উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন।
মনোনয়ন প্রত্যাহার করা অপর ৩ স্বতন্ত্র প্রার্থী হলেন দুওসুও ইউপির সফিউল আলম, আবু বক্কর সিদ্দিক ও শহীদুল্লাহ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৮ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা করেছিলেন। এর মধ্যে ২ জন যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন। প্রার্থীতা প্রত্যাহার করেছেন ৬ জন। বাকী ৩০ জন প্রার্থী ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রিটার্নিং অফিসার আব্দুর রহমান জানান, শুক্রবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ এবং প্রচারণা শুরু হবে। আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহণ। উপজেলার ৮ ইউনিয়নে ১ লাখ ৪৮ হাজার ১০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৫ হাজার ৮৪৬ জন এবং নারী ভোটার ৭২ হাজার ২৫৬ জন।
বিডি প্রতিদিন/এএ