সিরাজগঞ্জ জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে এসএস রোডে দলীয় কার্যালায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপত্বিত করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস, সহ -সভাপতি হাজী এসাহাক আলী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও টিম প্রধান রংপুর বিভাগ ড. জান্নাত আরা তালুকদার হেনরী প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই