ভারতে পাচার হওয়া একই পরিবারের শিশুসহ আট নারী-পুরুষকে তিন বছর পর হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। এদের মধ্যে দুইজন পুরুষ, চারজন নারী ও দুইজন শিশু রয়েছে।
শুক্রবার সন্ধ্যার দিকে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।
ফেরত আসা নারী-পুরুষ ও শিশুরা হলেন- বাগেরহাট জেলার রায়েন্দা থানার ধান সাগর গ্ৰামের বাইজুদিল ইসলাম, রেজাউল ইসলাম, নুর মিয়া শেখ, মোহাম্মদ শেখ, রহিমা, নুসরাত, কাজল ও জামিলা। এরা প্রত্যেকে একই পরিবারের সদস্য।
জানা গেছে, অভাবের কারণে দালালের খপ্পরে পড়ে তিন বছর আগে অবৈধ পথে ভারতের গোয়া গিয়েছিলেন তারা। সেখানকার পুলিশ তাদের আটক করে পুলিশ হেডকোয়ার্টারে নিজেদের হেফাজতে রাখে। পরে দু’দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বিশেষ ট্রাভেল পারমিটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু আহম্মেদ একই পরিবারের আটজন নারী-পুরুষ ও শিশু ফেরত আসার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর