নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউপি নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে অস্ত্রের মুখে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনে সই নেওয়ার ঘটনায় পুলিশ বাগাতিপাড়া উপজেলা তাঁতী লীগ সভাপতি শামসুজ্জামান মোহনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার সন্ধ্যার পরে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের স্কুলমাঠ থেকে বাগাতিপাড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনা নিয়ে ১১ নভেম্বর, ২০২১ তারিখে ‘বাংলাদেশ প্রতিদিনে’ নাটোরে জোর করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রত্যাহার ফরমে স্বাক্ষর! শীর্ষক সংবাদ প্রকাশিত হলে পুলিশ অভিযুক্ত শামসুজ্জামান মোহনকে আটকে তৎপর হয়। গত বুধবার রাতে জামনগর ইউপি নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রাব্বানী থানায় উপজেলা তাঁতী লীগ সভাপতি শামসুজ্জামান মোহনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
এ ঘটনায় গোলাম রাব্বানী নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ করেন। পুলিশের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় শুক্রবার শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার বিকালে দুইটি সাদা রংয়ের হাইচ মাইক্রোবাসে ২০-২৫ জন যুবক জামনগর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানীর হাপানিয়া গ্রামের বাড়িতে গিয়ে তাকে খোঁজাখুঁজি করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় বাড়ি থেকে জানানো হয় তিনি এইমাত্র রাজশাহী রওনা হয়েছেন। পরে গাড়ি দুটি দ্রুত জামনগর পুলিশ ফাঁড়ির পাশে ব্রিজের উপরে গিয়ে তার পথরোধ করে তাকে গাড়িতে তোলেন।
উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে মোহন আলীসহ ২০-২৫ জন তাকে আটকে পিস্তল ও ধারালো অস্ত্রের মুখে হত্যার হুমকি দিয়ে মনোনয়ন প্রত্যাহার ফরমে স্বাক্ষর করিয়ে নেয়। এ বিষয়ে বাড়াবাড়ি না করার জন্য এবং ভোটের মাঠে না থাকার জন্য হুমকি দিয়ে দুটি হাইচ গাড়িতে করেই তারা চলে যায়।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম জানান, সশরীরে আমাদের অফিসে এসে আবেদন না করায় গোলাম রাব্বানীর মনোনয়ন প্রত্যাহার হয়নি। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গ্রেপ্তার শামসুজ্জামানকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানীকে পিস্তল ঠেকিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনে সই নেওয়ার অভিযোগে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর