বরগুনার পাথরঘাটায় নির্বাচনের ১৬ দিন আগেই চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আইনজীবী আবদুর রহমান জুয়েল। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামি আন্দোলনের সোহাগ বাদশাহ'র মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় আইনজীবী আবদুর রহমান জুয়েলকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
পাথরঘাটা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ও ইউনিয়ন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জয়ন্ত কুমার অপু গতকাল শুক্রবার তাকে লিখিতভাবে নির্বাচিত ঘোষণা করেছেন।
তৃতীয় ধাপের নির্বাচনে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইনজীবী আবদুর রহমান জুয়েল ও ইসলামি আন্দোলনের সোহাগ বাদশাহ মনোনয়নপত্র দাখিল করেন। গত ২ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ঋণ খেলাপির দায়ে ইসলামি আন্দোলনের প্রার্থী সোহাগ বাদশাহ'র মনোনয়নপত্র বাতিল করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে আপিল করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারায় তার মনোনয়নপত্র চূড়ান্তভাবে বাতিল করে আইনজীবী আবদুর রহমান জুয়েলকে নির্বাচিত ঘোষণা করা হয়।
পাথরঘাটার উপজেলা নির্বাচন কর্মকর্তা আইউব আলী হাওলাদার জানিয়েছেন, প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় আইনজীবী আবদুর রহমান জুয়েলকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির