রাজবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) রাজবাড়ী সদর উপজেলা ও রাজবাড়ী পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাতে জেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলীর ভবানীপুরের বাসায় জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী খান ও সদস্য সচিব অ্যাড. কামরুল ইসলাম স্বাক্ষরিত জেলার দুই আহবায়ক কমিটি ঘোষণা করেন এবং লিখিত অনুমোদন দেন।
রাজবাড়ী জেলা বিএনপি সূত্রে জানা যায়, আবুল হোসেন গাজীকে আহবায়ক ও মজিবর রহমান শেখকে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট রাজবাড়ী সদর বিএনপির আহবায়ক কমিটি ও মো. মাহবুব আলম চৌধুরী দুলালকে আহবায়ক ও রাজবাড়ী পৌরসভার কাউন্সিলর মো. জহির রাজকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট রাজবাড়ী পৌর আহবায়ক কমিটি ঘোষণা করেন তারা।
কমিটিতে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে সদস্য রাখা হয়েছে।
রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, মো. মঞ্জুরুল আলম দুলাল বলেন, বিএনপির নেতাকর্মীদের সাথে কোন পরামর্শ না করেই এই কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির মধ্য দিয়েই রাজবাড়ী জেলা বিএনপি চূড়ান্ত ধ্বংসে পৌছাবে। আমরা বিএনপির ত্যাগী নেতাকর্মীরা বসে সিদ্ধান্ত গ্রহণ করবো আমাদের করণীয় কি। দ্রুত সময়ের মধ্যে আমাদের অবস্থান তুলে ধরা হবে।
কমিটির ব্যাপারে জেলা বিএনপির সদস সচিব অ্যাড. কামরুল ইসলাম বলেন, কেন্দ্রের সিধান্ত মোতাবেক দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করে অনুমোদন দেওয়া হয়েছে। বাসায় বসে কেন কমিটি ঘোষনা কিংবা অনুমোদন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈবী আবহাওয়ার পাশাপাশি পর্টি অফিসে গিয়ে সমাবেশ করতে পুলিশের অনুমতি লাগে তাই সেখানে যাওয়া সম্ভব হয়নি। ডিসেম্বরের মাঝমাঝি সম্মেলন করে কমিটি ঘোষণা করবেন বলে দুই আহবায়ক কমিটি।
বিএনপির দুই আহবায়ক কমিটির বিষয়ে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, একটি কমিটির ব্যাপারে আমার কিছু জানা নেই।
বিডি প্রতিদিন/এএ