মানিকগঞ্জে পদযাত্রা, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস।আজ সকালে “ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়“ এই শ্লোগান নিয়ে প্রেস ক্লাবের সামনে থেকে একটি পদযাত্রা শুরু করা হয়। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হিজুলী ডায়াবেটিস সেন্টারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও ডায়াবেটিস দিবস উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক,মোহাম্মদ আব্দুল লতিফ, পৌরমেয়র মো. রমজান আলী,মানিকগঞ্জ ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক আফম সুলতানূল আজন খান আপেলসহ ডায়াবেটিস হাসপাতালের ডাক্তার, নার্সসহ বিভিন্ন শ্রেণীর লোকজন।
বিডি প্রতিদিন/এএ