চট্টগ্রামে হাতির পায়ে পিষ্ট হয়ে আবু তৈয়ব নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে রাঙ্গুনীয়া উপজেলার পদুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বন বিভাগের রাঙ্গুনীয়া রেঞ্জের কর্মকর্তা মাসুম কবির বলেন, ‘রাতে আবু তৈয়ব বাজারে যাওয়ার পথে হাতি তার উপর আক্রমণ করে। পরে শুঁড় দিয়ে আছাড় দেয় এবং পা দিয়ে পিষে চলে যায়। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম