‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জামালপুর ডায়াবেটিস সমিতির আয়োজনে রবিবার দুপুরে জামালপুর ডায়াবেটিস হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম, জামালপুর ডায়াবেটিস হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মোশায়ের উল ইসলাম রতন, ডায়াবেটিস সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সায্যাদ আনসারী প্রমুখ।
এসময় বক্তারা ডায়াবেটিস রোগীদের নানা সমস্যার কথা উল্লেখ করে নিজেকে ডায়াবেটিস মুক্ত রাখার বিভিন্ন দিক তুলে ধরেন এবং ডায়াবেটিস আক্রান্তদের নিয়ন্ত্রিত জীবনযাপন করার আহ্বান জানান। পরে জামালপুর ডায়াবেটিস হাসপাতাল মিলনায়তনে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এমআই