ভাঙা ব্রিজের সংযোগ দেওয়া হয়েছে বাঁশের সাঁকো দিয়ে। আর এই সাঁকো দিয়ে পারাপারে সময় চাঁদা না দেওয়ায় পথচারীদের মারপিটের অভিযোগ উঠেছে। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের জিগাঁ হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।
সোমবার এই বিষয়ে ৬নং ভাতুরিয়া ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বরাবরে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (১৩ নভেম্বর) রাত ৯ টার সময় আবু সাইদসহ ৭ জন বাঁশের সাঁকো দিয়ে পার হওয়ার সময় তফিল উদ্দীন নামে এক ব্যক্তি তাদের প্রতিজনের কাছে পাঁচ টাকা করে চাঁদা দাবি করেন।
এসময় তাদের কাছে টাকা নাই বললে তাদের বাঁশের সাঁকো পার হতে বাধা প্রদান করে। এক পর্যায়ে মাগুড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে তফিল উদ্দিনের নেতৃত্বে একই গ্রামের কয়েকজন একত্রিত হয়ে তাদের উপর অতর্কিত ভাবে হামলা করে। এতে কয়েকজন পথচারী গুরুত্বর আহত হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী সরকার অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে হরিপুর থানা অফিসার ইনর্চাজ তাজুল ইসলাম বলেন, এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল