নারীর ক্ষমতায়নে দেশের বৃহত্তম রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ে গণপ্রতিনিধিত্ব আদেশের শতকরা ৩৩ ভাগ তৃণমূল নারীর অংশগ্রহণ শীর্ষক মতবিনিময় সভা দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সুইজ হেলভেটাস ইন্টারন্যাশনালের সহায়তায় ও বেসরকারী উন্নয়ন সংস্থা ডেমক্রেসি ওয়াচের আয়োজনে দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ডেমক্রেসি ওয়াচের অপরাজিতা প্রকল্পের জেলা প্রোগ্রাম সমন্বয়কারী মো. কামরুজ্জাামান এর সভাপতিত্বে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের স্থানীয় পর্যায়ের ৪ জন মুলদলীয় নারী নেত্রীরা মতবিনিময় সভায় সম্ভাবনা ও সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন। সভায় প্রকল্পের ধারনাপত্র পাঠ করেন অপরাজিতা প্রকল্পের ৪ নং শেখপুরা ইউপির নির্বাচিত নারী নের্ত্রী দিপ্তী রানী রায়।
সন্মানিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও কোতয়ালী আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা হাসমিন লুনা, পৌর কাউন্সিলর ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা শাহিন সুলতানা বিউটি, জেলা জাপার মহিলা বিষয়ক সম্পাদিকা রোকেয়া বেগম লাইজু ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহিলা ফোরাম নেত্রী কিবরিয়া হোসেন।
এছাড়াও উন্মুক্ত আলোচনায় তৃণমূল পর্যায়ের নারী নেত্রী নুরুননেহার, ফরিদা বেগম ও রুপালী বিশ্বাস ও নির্বাচিত নারী নেত্রী কুলসুম বেগম, লক্ষী রানী রায় এবং অপরাজিতা প্রকল্পের নারী প্রার্থীরা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএ