বাগেরহাটের রনজিৎপুরে চন্দ্রমহল ইকোপার্কে বিভিন্ন প্রজাতির ২১ চামড়া উদ্ধার করা হয়েছে। এসময়ে আরও উদ্ধার করা হয়েছে হরিণের ৬টি শিং। এ ঘটনায় বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুর-ই-আলম সিদ্দিকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চন্দ্রমহল ইকোপার্ক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।
সোমবার দুপুরে চন্দ্র মহল ইকোপার্ক থেকে উদ্ধার হওয়া বন্যপ্রানী ও চামড়ার মধ্যে রয়েছে বানর ৫টি ও কচ্ছপ ২টি, হরিণের চামড়া ৬টি, ভাল্লুকের চামড়া ১টি, কুমির ১টি, ক্যাঙ্গারুর চামড়া ১টি, তিমির কংকাল ১টি, অস্ট্রেলিয়ান ঘুঘু ৫টি, হরিণের শিং ৬টি, উট পাখি ৬টি, ময়ুর ১টি, মাছমুড়াল পাখি ২টি, বক ৭টি।
র্যাব-৬ এর এসপি মো মাফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিপুল সংখ্যক বন্যপ্রানী ও বন্যপ্রানীর চামড়াসহ কংকাল ও হরিণের শিং উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এএম