ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইউনিয়ন পরিষদের নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে ১২ জন প্রার্থীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত রবিবার বিকেল চারটা থেকে রাত পর্যন্ত উপজেলা সদরের বিভিন্ন ওয়ার্ডে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামিন সারোয়ার।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনী প্রচার প্রচারণা চালানোর দায়ে সদর ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সেলিম খন্দকার ও চেয়ারম্যান প্রার্থী আবদুল জাব্বারকে ১০ হাজার টাকা করে জরিমানা করে তা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একই ইউনিয়নের ১০ ইউপি সদস্য প্রার্থীকে একই অপরাধে ৯০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সামিন সারোয়ার বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন