২৯ নভেম্বর, ২০২১ ১৫:০১

নেত্রকোনায় সাম্প্রদায়িক সহিংসতা রোধে সামাজিক সংলাপ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় সাম্প্রদায়িক সহিংসতা রোধে সামাজিক সংলাপ

নেত্রকোনায় সাম্প্রদায়িক সহিংসতা রোধে সামাজিক সংলাপ।

‘সাম্প্রদায়িক সহিংসতা রোধে আমাদের দায়িত্ব’ এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোনায় সামাজিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের পূর্ব কাটলি এলাকায় বিএনপিএস কার্যালয়ে আয়োজিত সামাজিক সংলাপে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আপহোল্ডিং রাইটস অব মাইনোরিটিজ বিয়ন্ড বর্ডারস সাউথ এশিয়া নামক সামাজিক সংলাপের আয়োজন করে বাংলাদেশ নারী প্রগতি সংঘ নেত্রকোনা কেন্দ্র। এতে প্রধান আলোচক ছিলেন নেত্রকোনার পৌর মেয়র মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান। এছাড়াও রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল।

সংলাপে সহিংসতা নিয়ে বিএনপিএসের কেন্দ্র ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, আমাদের নেত্রকোনা পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান স্বপন, উদীচীর সাবেক সভাপতি মোজাম্মেল হক বাচ্চু, বর্তমান সভাপতি মোস্তাফিজুর রহমান খান, আবু আব্বাস ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাজমুল কবীর সরকার, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আলপনা বেগম, সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লা ইমরান, হিন্দু বৌদ্ধ কল্যাণ ঐক্য পরিষদের সদস্য দীপক কুমার সিংহ চয়ন, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সম্পাদক চিন্ময় তালুকদার, মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শিল্পী ভট্টাচার্য ও ছাত্র ইউনিয়নের সভাপতি পার্থ প্রতীম সরকার প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর