পিরোজপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার সকালে সরকারি সোহরাওয়ার্দী কলেজের পরীক্ষা কেন্দ্রের সামনে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাব্বি ইসলাম অপু, সহ-সভাপতি নাজমুল নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল যোবায়ের, অভিরুজ্জামান অভিক, নাজমুল হাসানসহ ছাত্রলীগ ও স্কাউট সদস্যরা।
এসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক জানান, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী হিসেবে কলম ও করোনা থেকে রক্ষার জন্য সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক বিতরণ করেছি।
বিডি প্রতিদিন/এমআই