সিলেট-২ আসনের সংসদ সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান বলেছেন, ‘আমি মাত্র তিনদিনের প্রচারে এমপি নির্বাচিত হয়েছি। জনগণ মাত্র তিনদিনে আমাকে নির্বাচিত করে যে রেকর্ড গড়েছেন, এমন রেকর্ড পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। আমি এমপি হিসেবে শপথ নেওয়ার পর থেকে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। এসবের সাথে কোনো আপস করিনি, করবও না। কেউ যদি কখনো আমার বিরুদ্ধে কোনো অনিয়ম-দুর্নীতির প্রমাণ দেখাতে পারে, তাহলে সাথে সাথে আমি এমপি পদ থেকে ইস্তফা দিয়ে দেব। বিশ্বনাথ ও ওসমানীনগরের সামগ্রিক উন্নয়নে আমি আন্তরিকতার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’
আজ শনিবার বিকালে দশঘর ইউনিয়নের নিহালের নোয়াগাঁও জিএন্ডএম কমিউনিটি সেন্টারে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে সকালে বিশ্বনাথ উপজেলার কারিকোনা গ্রামে বারী মিয়ার বাড়িতে অস্থায়ী টিকাদান কেন্দ্র ক/১ এ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২১ এর উদ্বোধন করেন তিনি। দুপুরে দশঘর ইউনিয়নের মিয়ার বাজারে দশঘর ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় এবং বিকালে দশঘর ইউপি-লহুরী-মাছুখালী বাজার রোড চেইনেজ ২০০০-৩৩০০ মিটার কাজের উদ্বোধন করেন এমপি।
সকালে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২১ এর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
ডা. আবদুর রহমান মুসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (প্রশাসন-৩, কাউন্সিল অধিশাখা) উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী স্বাস্থ্য পদির্শক সবিনয় দাস তালুকদার।
দুপুরে দশঘর ইউনিয়নবাসীর সঙ্গে স্থানীয় মিয়ার বাজারে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ সাংবাদিক পাভেল সামাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। ইউপি সদস্যদের মধ্যে বক্তব্য দেন আবদুল গফুর, মুহিত চৌধুরী, শাহ ফারুক আহমদ। এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন মিয়ার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান। শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী উবায়দুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন প্রাণের সন্ধানে রক্তদান সংগঠনের সভাপতি জাহিরুল ইসলাম।
বিকালে দশঘর ইউপি-লহুরী-মাছুখালী বাজার রোড চেইনেজ ২০০০-৩৩০০ মিটার কাজের উদ্বোধনকালে প্রধান অতিথি মোকাব্বির খানের সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথের সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান, সাবেক ইউপি সদস্য শামসুদ্দিন, সমাজসেবক আবদুস শহীদ প্রমুখ।
দশঘর ইউনিয়নের নিহালের নোয়াগাঁও জিএন্ডএম কমিউনিটি সেন্টারে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মোকাব্বির খানের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য শামসুদ্দিন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন দশঘর এনইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান, ইউপি সদস্য মুহিত চৌধুরী, চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলনের আহ্বায়ক আবুল কালাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) পার্থসারথী দাশ পাপ্পু।
এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন সমাজকর্মী জাহাঙ্গীর হোসেন, শেখ কাওছার আলী। শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী জালাল উদ্দিন। অনুষ্ঠান
পরিচালনা করেন সংগঠক শওকত আলী।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ