বরগুনার বেতাগী উপজেলার কাজীরাবাদ ইউনিয়নের বকুলতলী গ্রামে নিখোঁজের ৩ দিন পরে ডোবা থেকে আবু সালেহ মুসা নামে (৭) এক কিশোরের লাশ উদ্ধার করেছে গ্রামবাসী। আজ সকাল ৭টার দিকে রাস্তার পাশে একটি ডোবায় গ্রামবাসী নিসাতের লাশ দেখতে পায়।
নিসাতের বাবা জাহাঙ্গীর হোসেন বলেন, বুধবার সকালে সে বাহিরে গিয়ে আর ফিরে আসেনি। শনিবার বকুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ডোবায় তার লাশ ভেসে উঠে। তিনি বলেন, আমার ছেলেকে কেউ হত্যা করেছে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপার সাধারণ ডায়রি নেয়া হয়েছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এএম