বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে বরিশালে সমাবেশ এবং বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শনিবার বিকেলে এই সমাবেশ এবং র্যালির আয়োজন করা হয়।
বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে বিকেলে নগরীর সদর রোডের সোহেল চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন একই সংগঠনের সাধারন সম্পাদক ও সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ অন্যান্যরা।
সমাবেশ শেষে সোহেল চত্ত্বর থেকে একটি বিশাল বিজয় র্যালী বের হয়। সিটি মেয়র সাদিক আবদুল্লাহর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহনে র্যালিটি সদররোড, নাজিরের পোল, স্ব-রোড, বাজাররোড, চকবাজার ও ফজলুল হক এভিনিউ হয়ে ফের দলীয় কার্যালয় পুনরায় দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/এএম