খাগড়াছড়িতে পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার জেলা পুলিশ লাইন্সে শতাধিক গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
পুনাক খাগড়াছড়ি জেলার সভানেত্রী আমিনা আফরোজ জেমী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসময় সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান বক্তারা। জেলা সদরের শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন অতিথিরা।
বিডি প্রতিদিন/এমআই