বরিশালের আগৈলঝাড়ায় নির্ধারিত সময়ের মধ্যে ঋণের কিস্তি পরিশোধ না করায় মামলার হুমকির প্রেক্ষিতে উজ্জল ফকির (২৫) নামের এক ব্যক্তি কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করে পুলিশ।
উজ্জল ওই উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের আলী হোসেনের ছেলে। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। পেশায় দিনমজুর উজ্জল সম্প্রতি ওই গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ঘর পেয়ে সেখানেই বসবাস করছিলেন।
স্ত্রী রহিমা আক্তার জানান, সপ্তাহে ৮৫০ টাকা কিস্তি পরিশোধের শর্তে পল্লী দারিদ্র বিমোচন প্রকল্প থেকে ৩০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন তার স্বামী। বছরে ৪২ কিস্তির মধ্যে ২৬ কিস্তি পরিশোধও করে সে। বাকী কিস্তি পরিশোধ করতে না পাড়ায় পল্লী দারিদ্র বিমোচনের কিস্তি আদায়কারীরা তার বিরুদ্ধে মামলা করার হুমকি দেয়। টাকা পরিশোধ নিয়ে বৃহস্পতিবার রাতে স্ত্রীর সাথে বাগবিতন্ডা হয় উজ্জলের। বাকবিতন্ডার জের ধরে রাত ১২টার দিকে ঘরে থাকা কীটনাশক পান করেন উজ্জল। অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে রাত ৩টার দিকে তার মৃত্যু হয।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে শুক্রবার সকালে উজ্জলের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। ময়না তদন্ত শেষে দুপুরে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/হিমেল