ঝিনাইদহের মহেশপুরে পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে রাব্বি হোসেন (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে এঘটনা ঘটে। নিহত রাব্বি ডাকাতিয়া গ্রামের সবির হোসেনের ছেলে।
জানা গেছে, সকাল ১১টার দিকে কিশোর রাব্বি নিজ গ্রামের মধ্যে দৌড় দিয়ে রাস্তা পার হতে যায়। এসময় দ্রুতগামী পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।
বিডি প্রতিদিন/এএ