যশোরে তৃতীয় লিঙ্গের লাভলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন একই লিঙ্গের শতাধিক মানুষ। সোমবার বেলা ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা লাভলির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মানববন্ধন শেষে তারা যশোরের জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং লাভলির হত্যকারীদের শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি সকালে যশোর সদর উপজেলার হালসা এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন তৃতীয় লিঙ্গের লাভলি। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যেই এ খুনের সাথে জড়িত সন্দেহে অস্ত্র-গুলিসহ চারজনকে আটক করেছে।
বিডি প্রতিদিন/ফারজানা