ব্যক্তিগত স্বার্থ হাসিলে পুলিশ ব্যবহার করে কাউকে হয়রানির চেষ্টা করা হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. জাকির হোসেন মজুমদার। সোমবার সকালে বিএমপির এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ হুশিয়ারি দেন তিনি।
এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপ-কমিশনার আরও বলেন, ওপেন হাউজ ডে কারো বক্তিগত স্বার্থ হাসিলের জন্য নয়। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে নিষ্পত্তিযোগ্য জমিজমা সংক্রান্ত দেওয়ানী বিষয় নিয়ে অধিকাংশ অভিযোগ আপত্তি আসে। সমাজে শৃঙ্খলা ভঙ্গের কারণ বা ফৌজদারি অপরাধ সংগঠিত হচ্ছে কিনা পুলিশ সে বিষয়ে গুরুত্ব দিয়ে থাকে। ছোটখাটো বিষয়গুলো স্থানীয়ভাবে সামাজিক শক্তি দিয়ে সালিশ-মিমাংসা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ভালো। তবে আদালতে যাওয়ার অধিকার সবার জন্য উন্মুক্ত। এ সময় বিএমপির উত্তর জোনের এবং এয়ারপোর্ট থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম