টাঙ্গাইলের ভুয়াপুরের ফলদা হিন্দুপাড়ায় কিস্তি আদায় করার জন্য যাওয়ার সময়ে গত বছরের ২০ নভেম্বর পথ থেকে নিখোঁজ হন এনজিও কর্মী মিরা খাতুন। দীর্ঘ দেড় মাস পার হলেও এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের দিন ভুয়াপুর থানায় সাধারণ ডায়েরি করলেও এখনো কোনো তথ্য দিতে পারিনি পুলিশ।
আজ সোমবার বেলা ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সংবাদ সম্মেলন করে মিরা খাতুনের পরিবার। সংবাদ সম্মেলনে মিরা খাতুনের মা হুসনেয়ারা বেগম বলেন, প্রতিদিনের ন্যায় আমার মেয়ে তার কর্মরত অফিস ভুয়াপুরের ফলদা শাখা থেকে কিস্তি উত্তোলনের জন্য বের হয়। পরে সে মাইজবাড়ি, ঝনঝনিয়া হইতে কিস্তি আদায় করে এরপর চন্ডিপুর ও হিন্দুপাড়া কিস্তি আদায় করার জন্য যাবার সময় নিখোঁজ হন। তাকে আর পাওয়া যায়নি।
ওই দিন রাত আনুমানিক ৯টার দিকে ভুয়াপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন এসএসএস ফলদা শাখার ম্যানেজার বন্যা আক্তার। পরে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো কোনো প্রকার সহযোগিতা পায়নি। পুলিশকে সন্দেহভাজন কয়েকজনের নাম বললেও তাদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেয়নি। যেদিন থেকে আমার মেয়ে নিখোঁজ সে দিন থেকে এলাকার বেশ কিছু লোক নিখোঁজ রয়েছে অথচ পুলিশ তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নিচ্ছে না।
সংবাদ সম্মেলনে মিরা খাতুনের মা আরও বলেন, প্রশাসনের কাছে একটি দাবী আমার মেয়ের সর্বশেষ অবস্থা জানতে চাই। তাকে কেউ হত্যা করেছে নাকি গুম করেছে সে বিষয়ে জানতে চাই। আমার মেয়ের দুইটি ছোট বাচ্চা রয়েছে। বাচ্চাদের মানুষ করার জন্য আমার মেয়ের ফিরে পাওয়াটা খুবই প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন মিরা খাতুনের স্বামী রাজিব মিয়া, বড় ছেলে মিরাজ ও ছোট ছেলে মুকিতসহ সাংবাদিক বৃন্দ।
বিডি প্রতিদিন/আবু জাফর