ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া সাদিরউদ্দিন মাস্টার উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত নিয়োগ প্রক্রিয়াতে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে আলফাজ উদ্দিন নামের এক ব্যাক্তি।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বিরুনিয়া সাদিরউদ্দিন মাস্টার উচ্চ বিদ্যালয়ে সভাপতি সাজেদা বেগম ও প্রধান শিক্ষক সামিনা আক্তার নিয়মবহির্ভূত নিয়োগ প্রক্রিয়ার উদ্যোগ নিয়েছেন। ডাকযোগে ইন্টাভিও কার্ড না পাঠিয়ে তারা তাদের মনগড়া ভাবে গোপনে প্রার্থীদের বাড়িতে গিয়ে কার্ড পৌছে দিয়ে লোক দেখানো পরীক্ষা নিয়ে নিয়োগ কার্য পরিচালনা করছে। এলাকাবাসী দাবি করেন পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে স্বচ্ছ ভাবে ‘নিয়োগ বিধি’ মেনে যেন নিয়োগ দেওয়া হয়।
বিরুনিয়া সাদিরউদ্দিন মাস্টার উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাজেদা বেগম বলেন, ‘সকল প্রকার নিয়ম মেনে নিয়োগ দেওয়া হচ্ছে।’
বিরুনিয়া সাদিরউদ্দিন মাস্টার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিনা আক্তার বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না, সভাপতি মহোদয়ের নির্দেশে আমি কাজ করছি’।
অভিযোগকারী আলফাজ উদ্দিন বলেন, ‘বিদ্যালয়ে সভাপতি সাজেদা বেগম ও প্রধান শিক্ষক সামিনা আক্তার নিয়মবহির্ভূত টাকার বিনিময়ে তাদের পছন্দের প্রার্থীদের নিয়োগ দিচ্ছেন। আমরা এলাকাবাসী এ নিয়মবহির্ভূত নিয়োগ মানি না। আমরা চাই প্রকাশ্যে স্বচ্ছ ভাবে নিয়োগ দেওয়া হউক, তাই অভিযোগ দায়ের করেছি।’
বিডি প্রতিদিন/হিমেল