২৮ জানুয়ারি, ২০২২ ১৯:১৭

জয়পুরহাটে ২ ট্রাক্টর চালকের জেল

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে ২ ট্রাক্টর চালকের জেল

জয়পুরহাটের কালাই উপজেলার তালোড়া বাইগুনী গ্রামে ভেকু (স্ক্যাবেটার) মেশিন দিয়ে পুকুরের মাটি খনন করে মাটি পরিবহনের দায়ে দুইজন ট্রাক্টর চালককে পাঁচদিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকালে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের হাকিম টুকটুক তালুকদার এ আদেশ প্রদান করেন। 

আটককৃতরা হলেন, কালাই উপজেলার নান্দাইলদীঘি গ্রামের বুলু ফকিরের ছেলে ট্রাক্টর চালক ছাব্বির হোসেন (২৫) এবং একই উপজেলার গঙ্গাঁদাসপুর গ্রামের আয়মুদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৩৮)।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার বলেন, কয়েকদিন ধরে বড় পুকুর নামে একটি পুকুরের সংস্কার কাজ চলছে। পুকুরের মাটিগুলো বেশ কয়েকটি ট্রাক্টর করে ওই এলাকার জনসাধারনের চলাচলের একমাত্র তালোড়া বাইগুনি-নান্দাইলদীঘি পাকা সড়ক হয়ে নিয়ে যাচ্ছিলেন ট্রাক্টর চালকরা।
তিনি আরও বলেন, তাদের বেপরো চলাচলের কারনে সড়কটি নষ্ট হয়ে যাচ্ছে। 

 বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর