বাগেরহাটের মোরেলগঞ্জে দুই ইটভাটায় হানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ইটভাটার দুই মালিককে ৫০ হাজার ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।
লাইসেন্স নবায়ন না থাকা ও অননুমোদিত স্থান হতে মাটি কেটে ইট প্রস্তুত করার অপরাধে ভাটা দু'টিকে জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, সদর ইউনিয়ন চেয়ারম্যান মোল্লা হুমায়ূন কবির ও পুলিশ সদস্যরা।
বিডি প্রতিদিন/এমআই