দিনাজপুর-পার্বতীপুর রেলওয়ে রুটে কাঞ্চন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আল-আমীন নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ওই রেল রুটের দিনাজপুর সদর উপজেলার চুনিয়াপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন (১৯) দিনাজপুর সদর উপজেলার দিঘন হাজীপাড়া গ্রামের মমিনুল ইসলামের ছেলে।
পরিবারের সদস্যের দাবি, বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল।
দিনাজপুর রেলওয়ে থানার (জিআরপি) থানার এসআই আব্দুস সাত্তার জানান, পার্বতীপুর থেকে আসা পঞ্চগড়গামী কাঞ্চন এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার সকালে দিনাজপুরে রেলওয়ে স্টেশনের পৌঁছার আগে চুনিয়াপাড়া নামক স্থানে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়।
দিনাজপুর রেলওয়ে থানার অফিসার্স ইনচার্জ এরশাদুল হক ভূঁইয়া পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, মানসিক প্রতিবন্ধী ছিলেন তিনি।
বিডি প্রতিদিন/এএ